
তালুকদার বাড়ীর কোরবানির গরু নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও টিভি চ্যানেলের সাংবাদিক আর অজস্র ইউটিউবার অজস্র ক্যামেরা নিয়ে আশ্চর্য এক গরু সম্পর্কে প্রতিবেদন তৈরি করার জন্য তালুকদার বাড়ী ঘিরে ফেলেছে। দশ গ্রামের লোক জড়ো হয়েছে ঘটনা স্বচোক্ষে দেখার জন্য। এমন অলৌকিক ঘটনা নাকি জগতে আর কখনো ঘটেনি---
চমৎকার লাগল গল্পটা। বোধকে নাড়িয়ে দেয়ার মতো একদম।