

“চাঁদের নিচে দাঁড়িয়ে ছিলে তুমিই” — এক নিঃশব্দ প্রেম, এক অনন্ত অপেক্ষার গল্প। সিপন ও জান্নাত— দুই তরুণ-তরুণীর মাঝে অপ্রকাশিত ভালোবাসা জন্ম নেয় বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে। ভালোবাসা ছিল, কিন্তু কখনো মুখে বলা হয়নি। হঠাৎ একদিন জান্নাত চলে যায় দূরদেশে, সিপন রয়ে যায় তার অপেক্ষায়। আট বছর পর, এক চাঁদনী রাতে সেই পুরনো রেলস্টেশনে হঠাৎই দেখা হয়ে যায় তাদের। সময় বদলেছে, কিন্তু হৃদয়ের ভাষা আজও অটুট। এক অসমাপ্ত কবিতা, এক ফেলে আসা অনুভব— সব একসাথে ফিরে আসে। এই গল্প শুধু প্রেমের নয়, অপেক্ষা, ফিরে আসা আর নীরব ভাষায় বলা ভালোবাসার এক কবিতা।
0 Comments