

গ্রামের নাম তাজপুর। শুনতে শান্তিপূর্ণ হলেও গ্রামের ভেতরে যতসব “উন্নয়নশীল ঝড়”! আর এই ঝড়ের কেন্দ্রে রয়েছেন এক অসাধারণ ব্যক্তি—মোতালেব মোবাইল।না, তিনি কোনো মোবাইল কোম্পানির মালিক নন। তবে যার কাছে সবসময় ৪টা মোবাইল, ৬টা চার্জার, ৩টা পাওয়ার ব্যাংক থাকে এবং যিনি নিজেকে বলেন “চলমান প্রযুক্তির বাতিঘর”।
0 Comments