

আবীর ছিল একাকী যুবক, সদ্য শহর থেকে ফিরেছে নিজ গ্রামের পুরনো ভাঙা দোতলা বাড়িতে। বাবা-মা নেই, চাকরি পায়নি, চারদিকে হাহাকার। শুধু ছিল এক টুকরো চাঁদনী রাত আর পদ্মার ঢেউয়ের শব্দ।এক রাতে হঠাৎ করেই তার ঘরে ঢুকে পড়ে এক অপরূপা নারী। কেশরাশি যেন অন্ধকার আকাশে তারার মায়া মেখে আছে, চোখে রূপালি দীপ্তি, কণ্ঠে এক মায়াবী সুর। আবীর হতচকিত, ভয় পায়, কিন্তু মেয়েটি হাসে শুধু। বলে,— “চলো আমার সাথে, নদী তোমায় ডাকছে।”
0 Comments