

সবার ঈদের স্মৃতি প্রায় একই রকম - চাঁদরাতে চাঁদ উঠার জন্য অপেক্ষা করা, চাঁদ উঠলে চাঁদ দেখা, বিটিভি তে ঈদের গান শুনে আনন্দে আত্মহারা হওয়া, হাতে মেহেদী দিয়ে সারারাত অপেক্ষা করা, সকালে গোসল করে নতুন পোশাক পরে ঈদগাহে যাওয়া, বন্ধুদের সাথে ঘুরতে বের হওয়া....ইত্যাদি.... ইত্যাদি।কিন্তু নাদিয়ার ঈদ স্মৃতি কখনোই এমন সুখকর ছিল না!! জীবনে মাত্র একবার নিজের মতো করে ঈদ উদযাপন করতে পেরেছিল নাদিয়া ; তাও সেটা তার নানার বাড়িতে!! তখন নাদিয়া ক্লাস থ্রিতে পড়ে। ঘটনাচক্রে নানার বাড়িতে প্রথমবারের মতো ঈদ উদযাপন করার সৌভাগ্য হয়েছিল নাদিয়ার।
0 Comments