
মিঠুন ছিল গ্রামের সাদাসিধে ছেলে। কলেজে পড়ত, মাটি ঘেঁষা জীবন, সাইকেল ছিল তার বিশ্বস্ত সঙ্গী। আর বিশমাইল মোড়—সেটা ছিল তার প্রতিদিনের থেমে থাকার একমাত্র ঠিকানা। চায়ের দোকানের পাশে এক পুরনো আমগাছ, ছায়া পড়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামার সময়টাতে।অনন্যা প্রথম এসেছিল চুপচাপ দাঁড়িয়ে, বৃষ্টির মতো হঠাৎ। শাড়ির আঁচলে হাওয়া লাগলে যেমন মৃদু এক সুর বাজে, ঠিক তেমন করে অনন্যা মিঠুনের জীবনে ঢুকে পড়ে। সে ছিল পাশের গ্রামের কলেজছাত্রী। বাবা শহরের চাকুরিজীবী, মা-র কাছে নাকি পড়ার জন্য গ্রামে পাঠানো হয়েছিল কিছুদিনের জন্য।
👌