

আমাদের গ্রামে খোকা মিয়া নামের এক মানুষ আছেন। বয়স পঞ্চাশের কাছাকাছি, তবুও মনে করেন তিনি গ্রামের সবচেয়ে স্মার্ট লোক। তার বিশ্বাস—যতক্ষণ নতুন কিছু চেষ্টা করা যায়, বয়স কোনো ব্যাপার না। কিন্তু সমস্যা হলো, তার প্রতিটা নতুন চেষ্টাই গ্রামবাসীর কাছে হাসির খোরাক।প্রথম কাণ্ড: মোটরসাইকেলএকদিন বাজার থেকে মোটরসাইকেল কিনে এনে গ্রামে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিলেন—— \"আজ সন্ধ্যায় আমি বাইক চালাব!\"সন্ধ্যায় গ্রামের অর্ধেক মানুষ মাঠে ভিড় করল। বাইকের গিয়ার বা ব্রেক সম্পর্কে ধারণা নেই তার। বাইক চালু হতেই তিনি চিৎকার করতে করতে সোজা পুকুরে ঝপাস! উঠে এসে বললেন—— \"আমি আসলে বাইককে সাঁতার শেখাচ্ছিলাম।\"
0 Comments