

এই অধ্যায়ে দেখা যায়—সিপন প্রতিদিনের মতো তার ক্যানভাসে হারিয়ে যাওয়া এক মুখ আঁকছে। কিন্তু সে জানে না, যে মুখ প্রতিদিন তার তুলির আঁচড়ে ধরা দেয়, সেই মুখই তো আসলে জানাতের। অন্য এক রূপে, নতুন এক পরিচয়ে সে এখন তার সামনে দাঁড়িয়ে।তাদের আলাপ হয়, তবে সেই আলাপ ভেতরে জমা থাকা হাজারো অজানা অনুভূতি লুকিয়ে রাখে। সিপন অনুভব করে মেয়েটিকে সে কোথাও না কোথাও চেনে, অথচ নাম মনে পড়ে না। আর জানাত কষ্ট পায়—কারণ সেই নামটা তার নিজেরই।গল্পের ভেতরে আবারও তৈরি হয় রহস্য, অচেনা-চেনার দ্বন্দ্ব আর গভীর আবেগ।
0 Comments