

“শেষ চিঠি” একটি হৃদয়বিদারক প্রেমের গল্প যেখানে দারিদ্র্য, সমাজের বাঁধা আর ভালোবাসার অনিশ্চয়তা একসাথে মিলে জীবনের নিষ্ঠুর বাস্তবতাকে তুলে ধরে। গ্রামের মেয়ে রূপা ও শহরের ছেলে নাহিদের প্রেম সমাজের প্রাচীর ভেদ করতে পারেনি। পরিবার আর সামাজিক চাপের কাছে নাহিদের অসহায় আত্মসমর্পণ রূপার হৃদয় ভেঙে দেয়, আর শেষমেশ সে রেখে যায় কেবল একটি চিঠি আর চিরন্তন বেদনার স্মৃতি। গল্পটি পাঠকের হৃদয়ে গভীর কষ্ট আর কান্নার স্রোত জাগাবে।
0 Comments