

এই অধ্যায়ে দেখা যায়—সিপন রাতভর ঘুমাতে পারে না, কারণ জানাতের অচেনা অথচ পরিচিত মুখ তাকে অস্থির করে রাখে। পরদিন সে জানাতকে নিজের আঁকা ছবিগুলো দেখায়। প্রতিটি ছবিতেই জানাত নিজের মুখ চিনে ফেলে, কিন্তু সত্যটা বলতে পারে না।সিপন স্বীকার করে যে সে বহু বছর ধরে এক হারিয়ে যাওয়া মুখ খুঁজছে, যা কখনো মেলে না।জানাতের চোখের অশ্রু দেখে সিপনের বুক কেঁপে ওঠে, আর তাদের দুজনের ভেতরে তৈরি হতে থাকে এক অদৃশ্য মানসিক সেতু—যা তাদের আরও কাছাকাছি আনে, কিন্তু এখনো প্রকাশ পায় না।
0 Comments