তান্ডব
সুধন কুমার দাস
আমি শান্ত ঐ শেষ প্রান্ত
পৃথিবীর দিক দিগন্ত।
আমি আদি, আমি অনন্ত!
আমি শরৎ শুভ্র বসন্ত।
আমি স্নিগ্ধ শীতল
উত্তাল সাগরের জল।
আমি মরুর ঝড়
আমার ভয়ে কাঁপে তরতর।
আমি ঊষার রবি
মানচিত্রের সেই কবি।
আমি আদি, আমি অনন্ত
আমি শরৎ শুভ্র বসন্ত!
আমি প্রেয়সীর চোখের কাজল
যুদ্ধের দামামা বাদল।
আমি সাধুর সাধু
আমি নেতা হারামির দল।
আমি করি নাকো ছল
আমি নাটের গুরু
নারি ছাড়ি কল।
কে আমায় রুখে?
এতো সাহস বুকে!
জান কী এর ফল?
আমি চির তরুণ চির যৌবন
ফুলের মধু করি আহরণ।
আমি কাঁদি না গো, শুধু হাসি
নির্দ্ধিধায় বলি ভালোবাসি।
আমি আদি,আদি অনন্ত
আমি শরৎ শুভ্র বসন্ত!
আমি ভাঙতে ভাঙতে গড়ি
মন যা চায় তাই করি।
মানচিত্রের জন্য অস্ত্র ধরি
আমি কখনো হরা কখনো হরি!
আমি তোমাদের অর্জন
অহেতুক করি না গর্জন।
আমি ভালো কে ভালো বলি
মন্দ কে করি বর্জন।
আমি কাজের ও কাজি
মন্দের তরে পাজি।
আমি করি নাকো ডর
পাই নাকো ভয়!
তোমার কোলে মাগো
মরতে আছি রাজি।
আমি কৈলাশপতীর তান্ডব!
আমিই পঞ্চ পান্ডব।
আমি হর হামেশা
করি তামাশা।
আমি উন্মাদ!আমি উন্মুক্ত!
গর্জে উঠা টগবগে রক্ত!
হারামের হারাম হালালের ভক্ত
আমি প্রেমে আসক্ত।
আমি আদি, আমি অনন্ত
আমি শরৎ শুভ্র বসন্ত!
০৭.০৯.২৫ ইং
0 Comments