মোহ - মায়া শব্দগুলোর ভাবার্থ এক হলেও উচ্চারণে ভিন্ন। জীবন টাও এই দুটো শব্দের সাথে আষ্টেপৃষ্টে জড়িত। কত নাটকীয় তাই না। আচ্ছা জীবন কি এতই তুচ্ছ যে এই দুটো শব্দের বিনিময়ে আমরা তা নষ্ট করে বসি। জীবন সংকীর্ণ। এই সংকীর্ণ জীবনে আমরা মোহ-মায়ায় পড়ি হয়তো মানুষের নাহলে নিজের অভ্যাসের। যখন সেই অভ্যাস বা মানুষগুলোকে আমরা হারাতে শুরু করি তখন মনে হয় আমি এই জগতে কিছুই না। আচ্ছা রব কি তোমায় কোন উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছেন? জবাব হবে ❝না❞।
🫶🫶🫶