দশ বছরের অসীম দারিদ্র্যসীম গ্রামের ছেলে। তার একটাই জামা ছেঁড়া, ঘরে খাবার নেই। অন্য বাচ্চারা স্কুলে যায়, অসীম খালি পেটে কাঠ কুড়োয়। একদিন মা বলল, জন্ম না হলে হয়তো কষ্ট কম হতো। সব কষ্টের মাঝেও অসীমের একটাই স্বপ্ন—শিক্ষা নিয়ে মাকে দুঃখ থেকে মুক্তি দেওয়া।
0 Comments