কৃষক ভাই, ঘুম ছেড়ে জাগো! ইঁদুর ফসল খায়, ধান, আলু ও গম নষ্ট করে। ফাঁদ, বিড়াল, পেঁচা দিয়ে প্রাকৃতিক শত্রু কাজে লাগাও। সচেতন হয়ে গ্রামে একসাথে ফসল রক্ষা করো, দেশ বাঁচাও।
শস্য রক্ষা
শস্য রক্ষা ✍️লেখক: তুষার ও কৃষক ভাই, জাগো এবার, ঘুমিয়ে থাকলে চলবে না আর। ইঁদুর আসে গর্ত বেয়ে, ফসল খায় রাত্রি পেয়ে। ধানের ছড়ায় দাঁত সে বসায়, আলু গমে কাঁচা ছিঁড়ে খায়। তুমি যখন ঘুমাও সুখে, সে ফসল চুরি চলে মুখে। তুমি করো চাষাবাদ, সে নেয় শুধু সর্বনাশের সাধ। তোমার ঘাম, তোমার শ্রম— সবই বুঝি তারই ভোজের জম! গুদাম ভরে ধান যে রাখো, ইঁদুর এসে তা-ও চুষে খাকো। খায় না সব, নষ্ট করে, জাতির খাদ্য মাটিতে পড়ে। তাই বলি ভাই, চোখ মেলো আজ, ইঁদুর দমন হোক মূল কাজ। গর্ত ভরো, আগাছা ফেলো, চালাক হয়ে পদক্ষেপ নাও। ফাঁদ পেতো মাঠের কোণে, বিড়াল রাখো উঠোন জুড়ে। পেঁচা বাস করুক বটের ডালে, প্রাকৃতিক শত্রু কাজে লাগালে! একলা নয়, চল একসাথে, গ্রাম জুড়ে ডাক পাঠাও হাতে হাতে। সবার ঘামে ফসল বাঁচে, তবেই তো দেশও মাথা উঁচু রাখে। সচেতনতা ছড়াও সবার আশায়, জাগো আজই, দেরি নয় ভাই। ইঁদুর হটাও, জীবন বাঁচাই— শস্য রক্ষা করো, দেশ বাঁচাই।
0 Comments