এই কবিতায় শিশুর চোখে তার রঙিন ছাতার আনন্দময় ও সুরক্ষামূলক ভূমিকাকে বর্ণনা করা হয়েছে। বৃষ্টির দিনে ছাতার সঙ্গে বন্ধুদের খেলা, গল্প এবং মজার মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। ছাতা শুধু বৃষ্টির হাত থেকে রক্ষা করে না, বরং শিশুর মনের আনন্দের সঙ্গী হিসেবেও উপস্থিত।
0 Comments