এই গল্পে দীনেশের মানবতা ও সহানুভূতির ফল প্রকাশ পেয়েছে। এক অচেনা অতিথিকে সাহায্য করার মাধ্যমে দীনেশ শুধু তার হৃদয়কে বড় করেছে না, বরং সেই দয়া ও সহমর্মিতার প্রতিদান পেয়েছে অদ্ভুত বীজের মাধ্যমে, যা সোনালি ফসল হয়ে গ্রামের সকলকে খুশি করেছে। গল্পটি শিশু ও কিশোরদের জন্য মানবিকতা, সহানুভূতি ও পরিশ্রমের মূল্য শেখায়।
0 Comments