কবিতাটি এক ক্ষুধার্ত মানুষের দুঃখ, ত্যাগ ও ক্ষীণ আশা নিয়ে লেখা। শহরের ভিড়ে অগোচরে থাকা তার যন্ত্রণা, পেটের অভাব ও তবু জীবনের প্রতি এক ক্ষীণ আশা ফুটে উঠেছে। রাতের নিস্তব্ধতা, চাঁদের আলো ও মানুষের অগোচর ভ্রমণ তার একাকীত্বকে আরও গভীর করে। শেষাংশে তার ছোট্ট আশা—আগামী ভোরে হয়তো খাবারের ব্যবস্থা হবে—দেখানো হয়েছে।
0 Comments