গর্জন
তাহরিমা আলম কেয়া
হুরুম হুরুম, গুরুম গারুম
গড়োড় গড়োড় গড়,
আকাশ বুঝি উঠলো গর্জে
ফুসছে ভয়ংকর???
শহরতলীর ভবন গুলো
কাঁপছে যে থরথর,
কাঁপছে সকল মানুষগুলো
বুকটা যে ধড়ফড়~~~
বৃষ্টি পড়ে গপ গপ গপ
গপ গপাগপ গপ,
দুম দুমাদুম শব্দ তুলে
নাচ্ছে যে ছপছপ!!
চিলিক চিলিক, ক্লিক ক্লিক
চমকায় বিদ্যুৎ,
কি যে গতি,আলোর জ্যোতি
ভয়ংকর অদ্ভুত???
0 Comments