

প্রেমের ঢেউমোঃ মিলন হকতোমার মুখে চাপা দেওয়া হাসি—আমার বুকের ভেতর ঢেউ তোলে,হাসির সেই ঢেউ ছড়িয়ে পড়ে আকাশে,পাখিরা থেমে যায় মুহূর্তের জন্য।গাছের পাতাও নড়ে সুরের তালে,আমরা দু’জন মিলে যেনোপুরো দুনিয়াকে করি উৎসবমুখর,প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্বর্গীয়।তোমার চুলে গোঁজা সাদা ফুলের মতোআমাদের ভালোবাসা পবিত্র, নির্মল,তোমার ঠোঁটে খেলা করা হাসিবাতাসে ছড়িয়ে দেয় অমলিন সুগন্ধ।
0 Comments