পার হলাম সীমিত গন্ডি,বাড়তে লাগলো নতুন মানুষের আনাগোনা, বয়স এখন ১৮ কিনা,তৈরি হলাম লাগামহীনা।শুরু হলো আধুনিক হবার তাগাদা,বেড়ে গেলো নিত্যনতুন চাহিদা,জড়িয়ে ধরলো উচ্চাভিলাস, ভুলে গেলাম অতীত ইতিহাস। অতঃপর, একদিন সময় এলো,পেছন ফেরার, সামনে যে মস্ত বড় দেয়াল!ফেলে এসেছি সমস্ত বন্ধননা জানি কে জুগিয়েছিল ইন্ধন?আজ, আমি আধুনিক নই কারোর আপন,ভাবতে ভাবতে চোখ জলে ভাসে,দূর থেকে বিবেক দাঁড়িয়ে অট্টহাসি হাসে!
0 Comments