উত্তরের ওই আকাশ জুড়ে, ভাসছে কালো মেঘের দল.. পূবাল হাওয়ায় বকের সারি, ছুঁইছে কালো মেঘের জল,বিলের জলে শাপলা কলি, মাতছে সাদা হাঁসের ঝাঁক কাজল কালো রঙা ডানায়,ঘর খুঁজে যায় একলা কাক।গ্রাম্য মাটির বুক পুড়ে যায় , বৃষ্টি জলের মোহ তৃষ্ণায় খানিক বাদে আকাশ ফেঁটে, ঝড়ে বিজলির রোশনাই, দোয়েল, চড়ুই, শালিক, ফিঙে, সেরে নেবে তার বৃষ্টিস্নান রাই কিশোরীর নগ্ন পায়ে , বাজবে পায়েল টুং টাং ।বিলের জলে নামলো যে মেঘ,নামলো দস্যি ছেলের দল,ভরলো মাঝির মাছের ঝুড়ি, নায়ে ভরলো পদ্ম ফল.. মাঠের গরু ছুটলো বাড়ি, রাখাল ছোটে তার পেছন, আড়ায় মেলা শুভ্র শাড়ি, জলদি পালায় ঘরের কোণ।আমের ডালে দোলায় দোলে, গা ভিজিয়ে স্নিগ্ধ রাই অধর ছোঁয় তার বৃষ্টি ফোটা, মত্ত হাওয়ায় চুল উড়ায় ভীষণ গর্জে মেঘের বাড়ি, ভাঙছে যেন রাই এর বুক বৃষ্টি ধোয়া চোখের জলে, স্বচ্ছ তার ওই শান্ত মুখ।ভাসায় আকাশ ভাসায় মাটি, শত সহস্র প্রাণ ভাসায় অপার জলের বিন্দু ছোঁয়ায়, আষাঢ় কন্যার মন হারায়,আনমনে ঐ বৃষ্টি ধারায়,জানলা জুড়ে স্বচ্ছ জলে মূর্ছনা রাই বিনোদীর ঘর জুড়ে আজ , শ্রাবণ কৃষ্ণের বন্দনা।কবিতা : বিনোদিনীর শ্রাবণ বন্দনা✍️......মিথিলা জান্নাত মিম
উত্তরের ওই আকাশ জুড়ে, ভাসছে কালো মেঘের দল.. পূবাল হাওয়ায় বকের সারি, ছুঁইছে কালো মেঘের জল,বিলের জলে শাপলা কলি, মাতছে সাদা হাঁসের ঝাঁক কাজল কালো রঙা ডানায়,ঘর খুঁজে যায় একলা কাক।
0 Comments