কবিতা “মানুষের ছবি” তে মানুষের জীবনের বাস্তব রূপ ফুটে উঠেছে। ভোরে ওঠা, পরিশ্রম, দুঃখ-সুখ লুকানো, স্মৃতির আঁচড়ে ভেঙে পড়া আবার নতুন আশায় উঠে দাঁড়ানো—এসবের ভেতর দিয়ে মানুষের সংগ্রাম, ভালোবাসা আর আত্মার খোঁজকে চিত্রিত করা হয়েছে।
মানুষের ছবি
মানুষের ছবি ✍️ লেখক: তুষার ভোরের আলোয় মাঠে নামে, কাকের ডাকে ঘুম ভাঙে, হাতে থাকে পরিশ্রমের স্বপ্ন, ঘামে ভিজে দিন ঢাকে। হাসির আড়ালে দুঃখ রাখে, তবু মনটা হার মানে না, কান্নার ভেতরেও আলো খোঁজে—এটাই তো মানুষের গাথা। সন্ধ্যার আঁধারে বসে শোনে, পুরোনো দিনের স্মৃতিগুলো, আধভাঙা স্বপ্ন ডুবে গেলেও, নতুন আশায় গড়ে তুলো। অন্ধকার যতই ঘিরে ধরে, পথ হারায় চোখের জলে, মন খুঁজে নেয় টুকরো আলো, জীবন সাজায় নতুন ছলে। ভুল করে, আবার শেখে, হোঁচট খেয়ে উঠে দাঁড়ায়, হাসি আর কান্নার খাতায় জীবন আপন রঙে ভাসায়। মানুষ শুধু দেহ নয়, তার গল্প হৃদয়েরও, ভালোবাসা, সত্য, ভ্রান্তি মিশে—সেই ছবি আঁকে প্রতিদিনই।
Page: /
Page: /
0 Comments