কবিতা “মানুষের পথ” এ মানুষের জীবনের যাত্রা ও সংগ্রামের ছবি আঁকা হয়েছে। কাঁচা রাস্তায় হাঁটা, ঘাম ও ধুলো মিশ্রিত পরিশ্রম, হোঁচট খেয়েও উঠে দাঁড়ানো, ছোট ছোট সুখে আনন্দ খুঁজে পাওয়া—এসবের ভেতর দিয়ে বোঝানো হয়েছে মানুষের অদম্য মনোবল। শেষে বলা হয়েছে, সুখ–দুঃখ মিলিয়েই মানুষ জীবনের আসল মানে খুঁজে পায়।
0 Comments