এই কবিতায় শরতের ধানের মাঠের দৃশ্য ও কৃষকের জীবনকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সোনালি ধানের ঢেউ, হাওয়ার স্পর্শ, শিশির ভেজা ভোর এবং নদীর শাপলা—প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে কৃষকের পরিশ্রম, আশা ও আনন্দের অনুভূতি মেলানো হয়েছে। কবিতায় শরতের শান্তি, খুশি, পরিশ্রমের ফল এবং মানুষের সাথে মাটির প্রেমকে কেন্দ্র করে আবেগপূর্ণ ভাব প্রকাশ করা হয়েছে।
0 Comments