এখানে বর্তমানের মানুষদের কথা বলা হয়েছে। মানুষেরা নিজের সার্থ্যের কথায় ভাবছে আর গিরগিটির মতো রং বদলাচ্ছে। লিখিকা এখানে তার পরিবারের কথা বলেছে। তিনি মনে করেন তার পরিবার তাকে ভুলতে পারলে বাঁচে। তার মতে পরিবার চেনা হয়েও অচেনা, তার দুই ভাই নিজের সার্থ্যের কথা ভাবে। লিখিকা মনে করে কেমন হবে তার জীবন? কখনো কি তার বেরঙিন জীবন রঙিন হবে? তিনি আরও মনে করেন, তিনি মরে গেলে হয়তো সবার জ্বালা মিটে যাবে। কবিতার মূল মন্তব্য হচ্ছে, লিখিকার জীবন তার পরিবারের জন্য শেষ হয়ে যাচ্ছে অন্যদিকে লিখিকা নিজের মৃত্যু দিন গুনছে
0 Comments