রায়হান সাহেব খবরের কাগজ পড়তে পড়তে চা খাচ্ছে। আজকে অফিসে অনেক কাজ জমা হয়ে আছে,তাই তাকে তাড়াতাড়ি যেতে হবে। সেই সময় ওনার মা কল দিলো। ফোনের ওপার থেকে-
- বাবা ছুটি পেলি?
- নাহ মা অফিস থেকে ছুটি দিচ্ছেনা।
- তোর বাবার শরীর টা ভালো না,তোরা একবার আয় সোনা।
- মা,ছুটি পেলেই আসবো।
- আসবি আসবি বলে তো আসিছ না।আমার নাতিটাকে আমি কতদিন দেখিনা,আদর করিনা।তোর বাবা প্রতিদিন ওর কথা বলে।
- মা আমার দেরী হয়ে যাচ্ছে।বাবাকে ঔষধপত্র ঠিকভাবে খাওয়াও।
দুপুর বেলা রায়হান সাহেব এর মা তাকে আবার কল দিলো।উনি বিরক্ত হয়ে ফোন ধরলোনা। স্ত্রী ফোন দেয়ায় বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে দিলো।
সন্ধ্যে বেলা রায়হান সাহেব এর অফিস ছুটি হলো। সারা রাস্তা জ্যাম।৩০ মিনিট এর রাস্তা পৌঁছাতে দেড় ঘন্টা সময় লাগে।বাসায় ঢুকতেই দারোয়ান পথ আটকে দাঁড়ালো-
- একি স্যার, আপনি যান নি?
- কোথায়?
- ম্যাডাম তো দেশের বাড়ি চইলা গেলো?
- কেন।
- আপনার বাবা তো মইরা গেছে।
রায়হান সাহেব স্তব্ধ হয়ে রইলো।তার মাথায় কাজ করছেনা।মনে মনে নিজেকে দোষ দিচ্ছে কেন সে ফোনটা বন্ধ রাখলো।এক দৌঁড়ে স্ট্যাশনে গেলো।বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় ১০ টা। সারাবাড়ি মানুষ এ গিজগিজ করছে। কিন্তু আজকে আর কেউ তাকে এগিয়ে নেয়ার জন্য আসলোনা।কিভাবে আসবে সে তো খাটিয়ায় শুয়ে আছি।
ঘরে প্রবেশ করতেই দেখে তার মা সাদাকাপড় পরে বসে আছে। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো তিনি।
- বাবা আজকে তুই ছুটি পেলি?
- মা আই অ্যাম সরি মা,মা তুমি আমাকে মাফ করে দাও মা।
- আজকে থেকে কেউ আর তোকে ছুটি নেয়ার জন্য বলবেনা বাবা। আজকে থেকে বাড়িতে আসার তাড়া নেই আর।
0 Comments