“কষ্টের আগুন” হলো আত্মার গভীর যন্ত্রণার কবিতা। কবিতায় কবি নিজের মনের অচেনা কষ্ট, অকূলমান ব্যথা, আর যে ব্যক্তির জন্য সে কাঁদে তার কাছ থেকে কোনো সান্ত্বনা না পাওয়া—এইসব অনুভূতি ফুটিয়ে তুলেছেন। জীবনকে মূল্যবান ধন হলেও তা পরিপূর্ণ না হওয়ার বেদনা, অশেষ স্বপ্নের অপূর্ণতা এবং মানসিক যন্ত্রণা ‘কষ্টের আগুন’ হিসেবে প্রকাশিত হয়েছে।
            
                                
0 Comments