

কোন এক সময়ে টাঙ্গাইলের গভীর জঙ্গলে,গোপন গবেষনাগারে, “প্রোজেন ল্যাব” নামে এক বেসরকারি সংস্থা মানুষের জিন নিয়ে পরীক্ষা চালাচ্ছিল। তারা এমন এক জিন বানাতে চেয়েছিল যা মানুষকে অমর করে তুলবে। নাম দেওয়া হয়েছিল – জিন-এক্স।প্রথম পরীক্ষামূলক জিন প্রয়োগ করা হয়েছিল পাঁচজন স্বেচ্ছাসেবীর উপর। শুরুতে সব ঠিকঠাকই ছিল – তারা অসুস্থ হতো না, ক্ষত সারত দ্রুত, এমনকি বয়ঃবৃদ্ধিও ধীর হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা উল্লসিত!কিন্তু… চতুর্থ মাসে ঘটনা শুরু হয়।একজন স্বেচ্ছাসেবী, মঈন নামের যুবক, হঠাৎ তার পরিবারের সবাইকে হত্যা করে। চোখ ছিল রক্তলাল, চামড়া ধীরে ধীরে কালচে রঙ নিচ্ছিল। সে চিৎকার করছিল—“আমার ভিতর কেউ আছে! সে খেতে চায়… রক্ত!”
0 Comments